শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভক্ত’র বিয়ের প্রস্তাবে সোনাক্ষি সিনহার জবাব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা প্রায়শই ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদান করে থাকেন। তার মন্তব্য ও মন্তব্যের জবাবে তার বুদ্ধির প্রতিফলন থাকে। সম্প্রতি এক অবসরে তিনি ‘যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন’ ধরণের এক সেশনে এক ভক্ত তাকে বেমক্কা বিয়ের প্রস্তাব দিয়ে বসে। তার জবাব দিয়েছেন তিনি খুব বুদ্ধির সঙ্গে। এই ফলোয়ার লিখেছিলেন, ‘আমাকে বিয়ে করুন’; ‘দাবাঙ’ তারকা জবাব দিয়েছেন, ‘এই মুহূর্তে ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব প্রহণ করছি না।’ ভক্তদের কয়েকজন আবার তার অবস্থান জানতে চান। একজন লিখেছেন, ‘আপনি এখন কী করছেন?? আপনাকে দারুণ লাগছে’; সোনাক্ষি জানান, রাতের শুটিংয়ের শেডিউলের জন্য তার দেহঘড়ি এখন ইউরোপের সময়ে চলছে। স¤প্রতি সোনাক্ষির অভিনয়ে তার সর্বশেষ ফিল্ম ‘ভুজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ মুক্তি পেয়েছে ওটিটিতে। এতে অভিনয় করেছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত এবং নোরা ফতেহি। তাকে আগামীতে রিতেশ দেশমুখ এবং সাকিব সালেমের সহাভিনয়ে ‘কাকুদা’তে দেখা যাবে। তারপর তাকে দেখা যাবে অবিনাশ দ্বিবেদী এবং চিরাগ গার্গের সঙ্গে একটি হরর-কমেডিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন