মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নাটক গোলাপি মঞ্জিল

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চ্যানেল আইতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে ৩০ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘গোলাপি মঞ্জিল’। উপন্যাস : সালমা বানী, নাট্যরূপ : ফারজানা আফরীন রূপা। এটি পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয় করেছেন তারিক ইনাম খান, মুনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, রুনা খান, শ্যামল মাওলা, মারজুক রাসেল, দিলারা জামান, সাদেক বাচ্চু, মুন প্রমুখ। নাটকটি প্রতি বৃহস্পতিবার রাত ৭-৫০ মিনিটে প্রচার হবে। নবাব বংশের উত্তরাধিকারী খাজা বদিউর রহমানের দাদি শতবর্ষীয়া গুলশান আরা বানু বেগম একদিন স্বপ্নে দেখেন তার আয়ু মাত্র চল্লিশ দিন, এরপরই তাকে পরপারে নিতে আসবেন তার মৃত স্বামী। অস্থির হয়ে উঠেন গুলশান আরা বানু বেগম, তার জীবনের সব খায়েশ পুরো হলেও দায়িত্ব থেকে গিয়েছে উত্তরাধিকারীর, খাজা বদিউর রহমানের ছেলে রাসেলের খৎনা এখনো বাকি। এ নিয়ে অসন্তোষ ছিল খাজা বাদিউরের স্ত্রী নাজমার মাঝেও, নেতা সাহেব এবার বাধ্য হন রাসেলের খৎনার আয়োজন করতে। রাসেলের দোয়ানী হবে নবাবী রেওয়াজ রীতিতে, আয়োজন হবে বিশাল, আর এই বিশাল আয়োজন সামলাতে প্রয়োজন হয় বিশ্বস্ত মানুষের, এবার সামনে চলে আসে পিচ্চি লিটন, সব দায়িত্ব সামলাবে সে, এতদিন কর্মী বাহিনীর সবাই এক শ্রেণীতে থাকলেও লিটনকে এত বড় দায়িত্ব দেয়ায় কর্মী বাহিনীর মধ্যে বিভেদ স্পষ্ট হয়, লিটনের পাশে থেকেও নীরব শথ্র হয়ে দাঁড়ায় পিন্টু। নবাবী ইতিহাস আওড়ানো শুরু হয় দোয়ানীকে কেন্দ্র করে, লিটন বাহিনী অস্ত্রের মুখে বাধ্য করে ইতিহাসের এক অধ্যাপককে ইতিহাসের নথিপত্র ঘেঁটে দোয়ানী কেন্দ্রিক কৃত্যের ইতিহাস বের করে দিতে। এভাবেই ধারাবাহিকের গল্প এগিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন