বিনোদন ডেস্ক : নায়করাজ রাজ্জাকের জীবনী নিয়ে বই লেখা হচ্ছে। তার বর্ণাঢ্য জীবন কাহিনী নিয়ে বইটি লিখছেন চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ। সহযোগিতা করছেন নায়করাজ নিজেই। ছটকু আহমেদ বলেন, রাজ্জাক সাহেবের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাছাড়া নতুন প্রজন্মের জন্য রাজ্জাক সাহেবের জীবনী পাথেয় হয়ে থাকবে। এই বইটি লেখার ইচ্ছা ছিলো অনেক দিনের। লেখার কাজটা কিছুদিন হলো শুরু করেছি। লেখার আগে রাজ্জাক সাহেবের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করি। তিনি বইটি লিখতে আমাকে সম্মতি জানান ও উৎসাহ দেন। তার জীবনের নানা বিষয় তার মুখ থেকে শুনি। অনেক অজানা তথ্য জেনেছি। আপাতত কথাগুলো রেকর্ড করছি। বইটির নাম এখনো ঠিক হয়নি। আগামী বছর একুশে বইমেলায় এই বইটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন