শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শারদীয় উৎসবে অণিমা রায়ের মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়-এর নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। একই সাথে এই গানটির মাধ্যমে ‘অনিমা রায় ট্যাগরসং’ নামে অণিমা রায়ের নিজস্ব ইউটিউব চ্যানেল যাত্রা শুরু করলো। রবীন্দ্রসঙ্গীত ‘আজি বাংলাদেশের হƒদয় হতে’ গানটি চিত্রায়নে দেশের দুর্গোৎসবসহ সারাদেশের গ্রাম বাংলার দৃশ্য দেখানো হয়েছে। অণিমা রায়ের গাওয়া এই গানটি শিল্পী শারদীয় উৎসব উপলক্ষে তার শ্রোতাদের উৎসর্গ করেছেন। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যুষ বন্দোপাধ্যায়। এ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। আমাদের বাঙালিয়ানার মূল সৌন্দর্য কিন্তু এখানেই! তাই আমার আগামী একক অ্যালবামের রেকর্ডিং এর সময়ই বিষয়টি মাথায় এসেছিল যে, এবারের শারদীয় উৎসবে পূজোর আনন্দের সাথে আমার গাওয়া রবীন্দ্রনাথের এই বিখ্যাত গানটি শেয়ার করবো সবাইকে। সেই ভাবনা থেকেই এই  কাজটি করা। গানটির কম্পোজিশনের ক্ষেত্রেও তাই সেই উৎসবের আদলটি রাখা হয়েছে। মিউজিক ভিডিওতেও উৎসবের থিম ব্যবহারের পাশাপাশি গ্রাম-বাংলা রাখা হয়েছে।’ শারদীয় উৎসব উপলক্ষে অণিমা রায়ের এই নতুন মিউজিক ভিডিওটি বিটিভিসহ সকল চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, কণ্ঠশিল্পী অণিমা রায় গেল মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে রবীন্দ্রসঙ্গীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে তার একক পারফর্মেন্স সবমহলে প্রশংসা পায়। খুব শিগগিরই শিল্পী তার নতুন অ্যালবামের অডিও ও মিউজিক ভিডিও প্রকাশ পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন