প্রশ্ন : যে মসজিদে জুম্আর নামাজ আদায় করা হয়, সেই মসজিদে যদি কোন কারণে আজান ছাড়া নামাজ আদায় করা হয়, তবে কি নামাজ আদায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে?
উত্তর : নামাজ হবে। তবে, আজানের সুন্নাত ছুটে যাওয়ার কোনো ক্ষতিপূরণ নেই। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ। প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন। inqilabqna@gmail.com
আমার পুত্র সন্তানের ডাকনাম মোহাম্মদ রাখতে চাচ্ছি। এছাড়াও পূর্ণ নাম আরহাম মোহাম্মদ খাঁন রাখার সিদ্ধান্ত নিয়েছি। নামের আগে মোহাম্মদ লিখলে কেউ এটাকে ডাকনাম হিসেবে ধরেনা তাই পূর্ণ নামের ক্ষেত্রে মোহাম্মদ মধ্যে রাখা যাবে কিনা? এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। এভাবে ডাকনাম এবং পূর্ণ নাম রাখা যাবে কিনা?
মন্তব্য করুন