সিরাজগঞ্জের তাড়াশে ভিমরুলের কামড়ে সাদিকুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন শিশু সাদিকুলের শিক্ষক মাওলানা আব্দুল হাকিম ওরফে আনিছুর রহমান।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শিশু সাদিকুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির উত্তর পাশে একটি ঝোঁপের পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ঝোঁপের ভেতরে থাকা একঝাঁক ভিমরুল দল বেধেঁ তাকে কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে বাড়িতে আনার পরে সন্ধায় সাদিকুলের মৃত্যু হয়।
এবিষয়ে তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, ভিমরুলে কামড়ানো শিশুটির অবস্থা গুরত্বর ছিল। তাই তাকে ভর্তি করা হয়েছিল। কিন্ত পরিবারের লোকজন উন্নত চিকিৎসার কথা বলে এখান থেকে নিয়ে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন