শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মাত্র ২০ বছর বয়সে যে জন্য বলিউড ছেড়েছিলেন নীতু সিং কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ এএম

‘দ্য কপিল শর্মা শো’তে অভিনেত্রী নীতু সিং কাপুর প্রকাশ করেছেন এত কম বয়সে তিনি কেন বলিউড ছেড়েছিলেন। নীতু আর তার কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানি অনুষ্ঠানে তাদের জীবনের কিছু অবিস্মরণীয় ঘটনার বর্ণনা করেছেন। অনুষ্ঠানের উপস্থাপক কপিল নীতুকে ৭০ থেকে ৮০ দশক পর্যন্ত তার অভিনয়ের ফিল।মের সংখ্যা জিজ্ঞাসা করলেন অভিনেত্রী বলেন : “হ্যাঁ, ১৯৭৩ থেকে ১৯৮০ পর্যন্ত আমি ৭০ থেকে ৮০টি ফিল্মে অভিনয় করেছি। আমি ৫ বছর বয়সে অভিনয় শুরু করে ২০ বছর বয়সে বিয়ে করি। ১৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতা আছে আমার।” কপিল তাকে দাম্পত্য জীবন না অভিনয়কে অগ্রাধিকার দিয়েছেন জানতে চাইলে নীতু বলেন : “খ্যাতির বিরুদ্ধে নই আমি কারণ আমি সুপারস্টার ছিলাম, যখন ব্যালকনিতে বেরুতাম বাড়ির সামনে থেকে ৩০০ থেকে ৪০০ মানুষ আমাকে ‘বেবি সোনিয়া’ (‘দো কলিয়াঁ, ১৯৬৮ ফিল্মে তার চরিত্র) বলে উৎসাহ দিত। তাই খ্যাতি কোনও বিষয় ছিল না। তারপর ঋষি এলো আমার জীবনে যে আমার সময়টা চাইল, তাই ফিল্ম আর ঋষিকে একসঙ্গে ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে, তাই আমি ফিল্ম ছেড়ে দিই।” “১৫ বছর অভিনয়, পড়াশোনা আর অন্য অনেক কিছু করার পর আমার বিশ্রাম প্রয়োজন ছিল। ১৫ বছর খুব ব্যস্ত ছিলাম। ২০ বছর বয়সে বিয়ে করেছিলাম আর এক বছর পরই ঋদ্ধিমা এল, তাই আমরা খুব ভাল বন্ধু,” তিনি বলেন। ‘দ্য কপিল শর্মা শো’ সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন