বিনোদন ডেস্ক : সেলিম আল দীনের লেখা শেষ কবিতাটি নিয়ে গান গাইবার সৌভাগ্য হয়েছিল প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর। এবার সদ্য প্রয়াত সৈয়দ শামসুল হকের লেখা শেষ কবিতা নিয়েও গান গাইলেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে জীবনকে উপলদ্ধি করে লেখা সৈয়দ শামসুল হকের লেখা শেষ কবিতা ‘মৃত্তিকার ঘন অন্ধকারে’ কবিতাটি লিখেছিলেন। সেই কবিতা গানে গানে সুর করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। আর এতে কন্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। গানটির রেকর্ডিং শেষে গত ৪ অক্টোবর বাংলাদেশ টেলিভিশনে গানটির দৃশ্য ধারণ হয়। আফজাল হোসেনের উপস্থাপনায় সৈয়দ হকের লেখা শেষ কবিতাটি গানে গানে পরিবেশন করবেন ফাহমিদা নবী ‘হৃদ কলমের টানে’ অনুষ্ঠানে। বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদের সার্বিক তত্ত¡াবধানে নির্মিত মাহবুবা ফেরদৌস প্রযোজিত এই অনুষ্ঠানটি আসছে শুক্রবার ৭ অক্টোবর বিটিভিতে রাত আটটার বাংলা সংবাদের প্রচার হবে। গানটি প্রসঙ্গে শেখ সাদী খান বলেন, ‘এটা আমার জন্যও সৌভাগ্যের যে এত বড়মাপের একজন মানুষের কাজের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারলাম। কবিতাকে গানে গানে সুরে সুরে আবদ্ধ করা খুব কঠিন। তারপরও আমি চেষ্টা করেছি হক ভাইয়ের শেষ কবিতাটিকে সুরে আবদ্ধ করতে। এর মাধ্যমে হক ভাইয়ের শেষ কাজটুকুর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারার মধ্যে খুব ভালোলাগা জড়িয়ে আছে। ফাহমিদাও খুব চমৎকার গেয়েছে। ফাহমিদা নবী বলেন, ‘এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে হক চাচার লেখা শেষ কবিতাটি নিয়ে গানটি গাইতে পেরেছি। গানটি গাওয়ার সময় অনুভব করার চেষ্টা করেছি যে চাচা মৃত্যুকে কতোটা কাছে থেকে দেখে কবিতাটি লিখেছেন। যন একজন সৃষ্টিশীল মানুষ প্রশ্ন ছুড়ে দিয়ে চলে যান তখন আসলে এর উত্তর খুঁজে বের করা খুব কঠিন। শুরুতে গানের ভেতর প্রবেশ করতে পারছিলাম না। কিন্তু যখন গানের ভেতরে হারিয়ে যাই তখন নিজেকে খুঁজে পাইনি।’ উল্লেখ্য, সেলিম আল দীনের লেখা শেষ কবিতা ‘আকাশ ও সমুদ্র অপার’ ফাহমিদা নবী গেয়েছিলেন। এদিকে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর প্রথম দ্বৈত গানের এ্যালবাম ‘এক আকাশের গান’ শিগগিরই বাজারে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন