শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার বছর পর আনুশেহর নতুন অ্যালবাম

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর পর আসছে ভিন্ন ধারার কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিলের নতুন একক অ্যালবাম। নিজের প্রিয় লোকসংগীত নিয়েই অ্যালবামটি প্রকাশিত হবে। এতে তার লেখা একাধিক গান থাকবে। আনুশেহ জানান, নিজের লেখা গানের পাশাপাশি লালনের বৈঠকী মেজাজের কিছু গানও অ্যালবামটিতে স্থান পাবে। বছরের শেষে অ্যালবামটি প্রকাশিত হবে। ইতোমধ্যে অ্যালবামের জন্য বেশ কিছু গানের কাজ গুছিয়ে এনেছেন তিনি। তবে এখনো অ্যালবামের নাম চ‚ড়ান্ত হয়নি। উল্লেখ্য, ২০১২ সালে ক্যারিয়ারে প্রথম একক অ্যালবাম ‘রাই’ প্রকাশের মাধ্যমে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন আনুশেহ। এরপর তার কোনো নতুন গানের অ্যালবাম প্রকাশিত হয়নি। তিনি জানান, তার বন্ধুরা প্রায়ই বলে, অনেকদিন হলো তার নতুন গান নেই। কিছু একটা করা দরকার। সেই ভাবনা থেকেই এই অ্যালবাম তৈরি করা হচ্ছে। এজন্য প্রায় প্রতিদিনই রিহার্সেল হচ্ছে, গান-বাজনা হচ্ছে। অ্যালবামটি আমরা নিজের কারুশিল্প ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘যাত্রা’র বান্যারে প্রকাশিত হবে। প্রথমে গানগুলোকে অনলাইনে মুক্তি দেয়া হবে। এর পরেই অ্যালবামের সিডি প্রকাশিত হবে বলে জানান তিনি। আনুশেহ আনাদিল ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত ব্যান্ডদল ‘বাংলা’র সঙ্গে সংগীত পরিবেশনা করছেন। এই ব্যান্ডটির বেশির ভাগ জনপ্রিয় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন তিনি। ‘কৃষ্ণপক্ষ’, ‘তোমার ঘরে বাস করে’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘নামাজ আমার হইল না আদায়’-এর মতো গানগুলো তার গাওয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন