বিনোদন ডেস্ক : নতুন বিজ্ঞাপনে মডেল হলেন মডেল ও উপস্থাপিকা আমব্রিন। তিনি মডেল হয়েছেন ফিনিস কো¤পানির ফিনপিক টয়লেট ট্রিনার পণ্যে। এটি নির্মাণ করছেন আলম আসাদ মিন্টু। আগামী ১৫ ও ১৬ অক্টোবর বিজ্ঞাপনটির শুটিং হবে রাজধানীর উত্তরা ও পিংকসিটিতে। অনেকদিন পর নতুন চমক নিয়ে বিজ্ঞাপনটিতে হাজির হবেন লাক্স তারকা আমব্রিন। আমব্রিন বলেন, বিজ্ঞাপনের কনসেপ্টটি জানার পর খুব ভালো লেগেছে। তাছাড়া নির্মাতা মিন্টু ভাইয়ের নির্দেশনায় এর আগে একটি একই কো¤পানির ফিন ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। সেটি বেশ আলোচনায় এসেছিলো। আশা করছি, এবারে ফিনপিকের বিজ্ঞাপনটিও ভালো হবে। একইসাথে পণ্যটির প্রচারও বাড়বে। এদিকে, আমব্রিন বর্তমানে ব্যস্ত উপস্থাপনা নিয়ে। খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলের রান্না বিষয়ক একটি অনুষ্ঠান নিয়ে হাজির হবেন তিনি। এছাড়া তার উপস্থাপনায় দেশ টিভির সিনেমা এক্সপ্রেস নামের একটি অনুষ্ঠান বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। আমব্রিন জানালেন, আগামীতে তিনি আরো কয়েকটি বড় অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন