শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্বাস্থ্যবিধির ছাড় নেই স্কুলে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:২১ পিএম

সকাল সড়ে নয়টা। উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইরট মাধ্যমিক বিদ্যালয়ে ফটক দিয়ে একজন, দুজন করে শিক্ষার্থী ঢুকছে। ফটকে দাঁড়িয়ে থাকা দায়িত্বরত ব্যক্তি তখন স্যানিটাইজার ও তাপমাত্রা মেপে মেপে শিক্ষার্থীদের ভেতরে ঢোকাচ্ছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল, আজ সপ্তম ও দশম শ্রেণির ক্লাস রাখা হয়েছে।
সকাল দশটায় ক্লাস থাকলেও নয়টার মধ্যে অনেক শিক্ষার্থী এসেছেন। তাঁরা বলেন, স্কুলে আসতে পেরে অনেক খুশি। গতকাল থেকেই তাঁরা প্রস্তুত হয়ে ছিল। ক্লাসে ঢুকতে পেরে অনেক ভালো লাগছে।
সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইরট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল (ভারপ্রাপ্ত) বলেন,স্বাস্থ্যবিধি মানার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছেন। তাপমাত্রা মেপে মেপে শিক্ষার্থীদের ভেতরে ঢোকানো হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন