শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নায়িকা পরীমণি হাসপাতালে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৬ এএম

বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে নিজের মত প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম। নিজের সব খবরা-খবর সেখানেই প্রকাশ করে থাকেন অনেকে। তেমনি পরীমণিও তার ব্যতিক্রম নয়।

মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর গত দুইদিন আগে প্রথমবারের মতো ‘মুখোশ’ নামে একটি সিনেমার শুটিংয়ে কাজ শুরু করেন হালের এই আলোচিত চিত্রনায়িকা। কিন্তু রোববার বিকালে অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গেছেন তিনি।

পরীমণি নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

পরীমণি রোববার বিকালে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যে হাসপাতালে তিনি গেছেন, সেটির লোকেশনও ট্যাগ করেছেন। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এই একটার সঙ্গে আমার কোনো ব্রেকআপ নাই।’

এর আগে পরীমণি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। জ্বরও আছে। তার অনেক দিন ধরে ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন এই নায়িকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Rubel Mian Najim ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩২ পিএম says : 0
দফায় দফায় রিমান্ডে থাকার কারণে অসুস্থ হয়েছে
Total Reply(0)
হুমায়ূন কবির ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৩ পিএম says : 0
তার সুস্থতা কামনা করছি
Total Reply(0)
তাজউদ্দীন আহমদ ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৩ পিএম says : 0
একটা মানুষ হাসপাতালে যেতেই পারে
Total Reply(0)
রুহান ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৩ পিএম says : 0
তার রোগ মুক্তির কামনা করছি
Total Reply(0)
আরমান ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৪ পিএম says : 0
এটা নিয়ে নিউজ না করলেও হতো
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন