একসঙ্গে দুজন নারী পুরুষ কাজ করলে তাদের নিয়ে গুঞ্জন হতেই পারে। তাই ঘটেছে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ তারকা মুনমুন দত্ত আর রাজ আনাদকাতের ক্ষেত্রে। গুজব রটেছে সিরিয়ালের ববিতা ভূমিকার অভিনেত্রী তিপেন্দ্র চরিত্র রূপায়নকারীর সঙ্গে প্রেম করছেন। মুনমুন সামাজিক মাধ্যমেই এর জবাব দিয়েছেন দুটি মন্তব্য দিয়ে। একটিতে তিনি লিখেছেন, ‘সাধারণ মানুষের প্রতি, আপনাদের কাছে আমার প্রত্যাশা আরও ভাল ছিল। কিন্তু কমেন্ট সেকশনে যে আবর্জনা দেখলাম তাতে মনে হল শিক্ষিত মানুষরাই প্রমাণ করেছে তারা মধ্যযুগে পড়ে আছে।’ নারীদের সবসময় তাদের বয়স, আচরণ আর মা হলে রসিকতার মাধ্যমে কটাক্ষ করা হয়। আপনাদের রসিকতা মানুষের মন ভেঙে দিতে পারে, তবে তা বিবেচ্য নয়। ১৩ বছর বিনোদন জগতে আছি, অথচ একজনের ১৩ মিনিটও লাগে না মর্যাদা ক্ষণ্ণ করতে। সুতরাং এরপর যদি কাউকে আত্মহননের পথ বেছে নিতে দেখেন তার আগে আপনার শব্দ বাছাইয়ে সতর্ক হন। তিনি আরও লিখেন, ‘আজ নিজেকে ভারতের কন্যা পরিচয় দিতে আমার লজ্জা বোধ হচ্ছে।’ সংবাদ মধ্যমকে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘সংবাদ মাধ্যম এবং আস্থার অযোগ্য সাংবাদিকদের উদ্দেশে, কল্পনাপ্রসূত এবং তৈরি করা প্রতিবেদনের অধিকার কে দিয়েছে আপনাদের? যথেচ্ছে আচরণের জন্য একজন মানুষের জীবনে ক্ষতির দায়ভার কি নেবেন আপনারা?’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন