বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র ‘ইচ্ছে নাটাই’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রামাণ্যচিত্রটি নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন আবীর শ্রেষ্ঠ। গত এক সপ্তাহ ধরে এর শুটিং হচ্ছে। এর মধ্যে শুটিং হয়েছে সেন্ট্রাল রোডে অবস্থিত ফেরদৌসী রহমানের বাড়ি মাতৃছায়াসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলার রোড ও শহীদ মিনারে। ফেরদৌসী মজুমদার বলেন, আমার টেলিভিশন জীবন, মঞ্চ নাটক, শিক্ষকতা, পরিবার কোনো কিছুই বাদ যাচ্ছে না এই প্রামাণ্যচিত্রে। কাজটি করতে গিয়ে অনেক সময় দিতে হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন