শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র প্রযোজনা করবেন য্যাক এফরন

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

জন লেফেভা’র ‘স্ট্রেইট টু হেল...’ উপন্যাসের ছায়া অবলম্বনে রচিত চিত্রনাট্যে একটি চলচ্চিত্র প্রযোজনা করবেন য্যাক এফরন। চলচ্চিত্রটিতে তার অভিনয় করারও কথা রয়েছে।
‘স্ট্রেইট টু হেল : ট্রু টেলস অফ ডিভিয়েন্স, ডিবচারি অ্যান্ড বিলিয়ন-ডলার ডিলস’ বইটি ২০১৫তে প্রকাশিত হয়। এটি এক নামকরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের রসঘন অভিজ্ঞতার গল্প। এটি অনেকটা ‘ফিফটি শেডস অফ গ্রে’ ধারার উপন্যাস।
ভ্যারাইটি ডটকমের প্রতিবেদন থেকে জানা গেছে চলচ্চিত্রটির নির্মাণ এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
জন এম. ফিলিপস মূল উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লিখবেন। এফরন তার নিনজাস রানিন’ ওয়াইল্ড ব্যানারের অধীনে চলচ্চিত্রটির প্রযোজনা করবেন।
য্যাক এফরনকে আগামীতে ‘বেওয়াচ’ চলচ্চিত্রটিতে দেখা যাবে। তিনি এই ফিল্মটিতে ডোয়েন ‘দ্য রক’ জনসন এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ২০১৭’র ১৭ মে মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন