ভারতীয় টেলিভিশনের তারকা অবনীত কওর স্টার প্লাসের আসন্ন ‘মিনু মসী’ সিরিয়ালে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। সিদ্ধান্ত চ‚ড়ান্ত হলে তিনি সিরিয়ালটির প্রধান দুই চরিত্রের বড় মেয়ের ভ‚মিকায় অভিনয় করবেন।
‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ শোয়ের জন্য খ্যাত টিভি তারকাটি উল্লিখিত সিরিয়ালটিতে সানায়া ইরানীর সঙ্গে কাজ করবেন।
এক প্রতিবেদন থেকে জানা গেছে অচিরেই সিরিয়ালটির শুটিং শুরু হবে। স্পর্শ কাঞ্চনদানী এবং উজায়ের বাশার অন্য দুই ভাই-বোনের ভ‚মিকায় অভিনয় করবেন।
উপরোল্লিখিত চরিত্রগুলোর বাবার ভ‚মিকায় অভিনয় করবেন হিতেন তেজোয়ানি আর মায়ের ভ‚মিকায় ছবি মিত্তাল।
সানায়া ইরানী এবং হর্ষদ চোপড়া সিরিয়ালটিতে কেন্দ্রীয় ভ‚মিকায় অভিনয় করবেন।
অবনীত ‘ঝলক দিখলা যা’ আর ‘ড্যান্স কে সুপারস্টার্স’ রিয়েলিটি শোগুলোতে এবং ‘মেরি মা’ আর ‘হামারি সিস্টার দিদি’ সিরিয়ালগুলোসহ অনেকগুলো টিভি শোতে কাজ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন