বিনোদন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর আয়োজনে রয়েছে বৈচিত্র্য সম্ভার। দুর্গাপূজার আয়জনকে আনন্দময় করতে, বিশ্বরঙ তাদের ক্রেতা সাধারণের জন্য বিশেষ কিছু সুবিধা অফার করছে। অফারগুলোর মধ্যে আছে, ‘বিশ্বরঙ’ থেকে ৩ হাজার টাকার পণ্য ক্রয় করলে পাওয়া যাবে ‘পারসোনা’ থেকে যে কোন সেবা গ্রহণে ১৫% ছাড়। পারসোনা থেকে ৫ হাজার টাকার সেবা গ্রহণ করলে পাওয়া যাবে বিশ্বরঙ-এর মেম্বারশিপ কার্ড ফ্রি। যা দিয়ে সারাবছর ‘বিশ্বরঙে’র যেকোনো শো-রুম থেকে যেকোনো পণ্য ক্রয়ে পাওয়া যাবে ১০% ছাড়! এই অফার ১২ পর্যন্ত চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন