শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এক ঘণ্টার নাটক ইন্সপায়ারেশন

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : লেখক আনিন্দ্য জামান ইদানীং আর লিখতে পারছেন না। স্ত্রীর কাছ থেকেও আর ইন্সপিরেশন পাচ্ছেন না। বাড়তে থাকে স্ত্রীর সাথে তার দূরত্ব। কী করবেন বুঝতে পারছেন না। তাকে লিখতে হবে, না হয় তিনি বাঁচবেন না। স্ত্রীর অনুপস্থিতিতে একদিন অপূর্ব সুন্দরী এক রমণী চলে আসে তার বাসায়। আনিন্দ্য জামান নতুন করে যেন প্রাণ ফিরে পান। তার মাথায় লেখা আসতে থাকে। নতুন নতুন সব আইডিয়া। তিনি আগের থেকে আরো ভালো লিখতে পারছেন। সুন্দরী আর লেখার নেশা আরো বেড়ে যায় তার। আনিন্দ্যের আচরণ অস্বাভাবিক, ইদানীং ব্যাপারটি স্ত্রী খেয়াল করছেন। ব্যাপারটি তিনি টের পেয়ে যান, শুরু হয় নতুন দ্ব›দ্ব। সুন্দরী আর আসছে না, আনিন্দ্যের লেখা আবার থেমে যায়। এখন তার অবস্থা আগের থেকে আরো খারাপ। একদিন ঘটল আরেক কাকতালীয় ঘটনা। আনিন্দ্য জামান এবার আরো অস্থির হয়ে যান। এভাবে চলতে থাকলে আর কোনো দিন তিনি লিখতে পারবেন না... হাবিব জাকারিয়া উল্লাসের রচনায় এমনই এক গল্প নিয়ে নাট্য নির্মাতা অসীম গোমেজ নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম আইয়ের ব্যানারে নির্মাণ করলেন বিশেষ নাটক ইন্সপায়ারেশন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌটুসী বিশ্বাস, নাদিয়া আহমেদ, নিতুল কুমার মÐল এবং আরো অনেকে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম আইয়ের কর্ণধার আদিত্য রহমান জানালেন, সম্প্রতি বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি সম্প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন