বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে দু’টি অডিও অ্যালবাম। অ্যালবাম দু’টি হলোÑ সারাদিন বৃষ্টি ঝরা শ্রাবণ মেঘে : পান্না লাল দত্ত’র গীতিকথায় এবং সুজেয় শ্যামের সুর ও সঙ্গীতায়োজনে আধুনিক গানের মিক্সড অডিও অ্যালবাম ‘সারাদিন বৃষ্টি ঝরা শ্রাবণ মেঘে’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন এপার বাংলা ও ওপার বাংলার কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। শিল্পীরা হলেন হৈমন্তী শুক্লা, মনোময় ভট্টাচার্য্য, প্রিয়াংকা গোপ, প্রমোদ দত্ত, আফসানা রুনা, মধুরা ভট্টাচার্য্য ও প্রদ্যুত দে সরকার। অ্যালবামটিতে মোট ১৩টি গান রয়েছে। সুইসাইড নোট : জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণের সুর ও সঙ্গীতে তারই একক অডিও অ্যালবাম ‘সুইসাইড নোট’। অ্যালবামটির গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি, সেজুল হোসেন ও ইমতিয়াজ ইকরাম। অ্যালবামটিতে মোট ৩টি গান রয়েছে। অ্যালবাম দু’টির গান সব ধরনের শ্রোতাদের বাড়তি আনন্দ দিবে বলে লেজার ভিশন মনে করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন