বিনোদন ডেস্ক : ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শীর্ষক ¯েøাগানে বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘জাতীয় নাট্য উৎসব ২০১৬’-এ মঞ্চস্থ হবে বাংলাদেশ থিয়েটারের আলোচিত নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় একাডেমির মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। শচীন সেনগুপ্ত রচিত মূল নাটক অবলম্বনে এটি নবনাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আবদুল আজিজ। নাটকে দেখা যাবে, ‘নবাব সিরাজদ্দৌলা’ সিনেমা দেখে আনোয়ার হোসেনের অন্ধভক্ত বনে যান সিরাজ নামের এক যুবক। তিনি স্বপ্ন দেখেন, একদিন নবাব সিরাজদ্দৌলার চরিত্রে অভিনয় করবেন। তারপর একদিন সিরাজ স্বপ্ন দেখেন তিনি সত্যিই নবাব সিরাজদ্দৌলা হয়ে গেছেন। তখন ইতিহাসের পাতা থেকে জীবন্ত হয়ে ওঠেন নবাব সিরাজদ্দৌলা। জীবন্ত হয়ে ওঠে তার শাসনামলের নানা দৃশ্য এবং চরিত্রগুলো। নাটকে ‘সিরাজ’ নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন খন্দকার শাহ আলম। এটি দলের ৫ম প্রযোজনা। ১৯৮৬ সালের ১৪ নভেম্বর মীর অলোকের নির্দেশনায় ‘জাহাজের ইঞ্জিন বিকল’ নাটকের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ থিয়েটার। এরপর ‘সি মোরগ’, ‘নকশিকাঁথা’, ‘আর কতদিন স্টেশনে’, ‘এক্কাদ্দোকা’-সহ ১৫টি নাটকের পাশাপাশি বেশকটি পথনাটকও মঞ্চস্থ করেছে দলটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন