শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

যে জন্য দীপিকা-রণবীর ভানসালি’র ‘বৈজু বাওরা’তে থাকছেন না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

গত এক বছরে ক্লাসিক হিন্দি ফিল্ম ‘বৈজু বাওরা’র রিমেক বেশ কয়েকবার সংবাদ সৃষ্টি করেছে। এর একটি ছিল রণবীর কাপুর, দীপিকা পাডুকোন এবং আলিয়া ভাটকে কাস্ট করে। তবে সব গল্পের শুরু যে ভাল হবে তা নিশ্চিত করে বলা যায় না। সঞ্জয় লিলা ভানসালির এই ‘ড্রিম কাস্ট’ শেষ পর্যন্ত টিকে রয়নি বিভিন্ন কারণে। “রণবীরকে ফিল্মটির অফার দেয়া হয়; তবে ভানসালির ‘সাভারিয়া’তে কাজ করার অভিজ্ঞতা রণবীরের জন্য খুব সুখকর ছিল না, অভিষেক ফিল্ম হলেও তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভানসালির সঙ্গে তিনি আর কোনও ফিল্মে কাজ করবেন না। এছাড়া তিনি জেনেছেন ‘বৈজু বাওরা’র চিত্রনাট্য বেশ সীমাবদ্ধ, আর আধুনিক দর্শকদের কাছে এর আবেদন অবশিষ্ট নেই। তাই সহজেই তিনি ভানসালিকে ‘না’ বলে দেন,” এক সূত্র বলেছে। এরপরই রণবীর সিং রণবীর কাপুরের স্থলাভিষিক্ত হন। এরপর ফিল্মটি ছাড়েন দীপিকা। খবরে প্রকাশ- তিনি রণবীর সিংয়ের সমান সম্মানী দাবি করেন, নির্মাতা রাজি না হওয়াতে তিনি এই সিদ্ধান্ত নেন। “রণবীর (সিং) ‘সিম্বা’, ‘গালি বয়’, ‘পদ্মাবত’-এর সাফল্য এবং ‘এইটি থ্রি’, ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’, শঙ্করের আসন্ন ফিল্ম থাকায় সম্মানী বেশ অনেকটা বাড়িয়ে দেন। অন্যদিকে দীপিকা বলিউডের সর্বোচ্চ সম্মানী লাভকারী অভিনেত্রী; তিনি প্রতিফিল্মের জন্য ১৫ কোটি রুপি নিয়ে থাকেন। প্রযোজক তাকে রণবীরের সমান সম্মানী দিতে প্রস্তুত নয় বোঝাই যায়,” সূত্র বলে। এছাড়া মূল সমস্যা ছিল দীপিকার ডেট। “দীপিকার বেশ কয়েকটি ফিল্মে ডেট বাঁধা আছে। ভানসালি মার্চের দিকে ফ্লোরে যেতে চান। এই সময়টা দীপিকা ব্যস্ত থাকবেন হৃতিক রোশনের বিপরীতে ‘ফাইটার’ নিয়ে। এছাড়া প্রভাসের বিপরীতেও তার একটি ফিল্ম আছে। আলিয়া ভাট ভানসালির ফিল্মটিতে রয়ে গেছেন, যোগ দিয়েছেন রণবীর সিং, দেখা যাক দীপিকার জায়গায় কে পা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন