কবির হাট পৌরসভা এলাকায় নানার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন রিপাত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সাজ্জাদ হোসেন রিপাত সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মোহাম্মদ আবদুল্যাহ ফারুকের ছেলে। সে স্থানীয় শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার সকাল ১০টার টার দিকে কবির হাট পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের নুর নবীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে তার নানার সাথে নানার বাড়িতে বেড়াতে যান। সকালে ঘুম থেকে উঠে ঘরের পাশ দিয়ে মুখ দোয়ার জন্য পুকুরে যাওয়ার সময় ঘরের টিনে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্টে সে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তার নানা তাকে উদ্ধার করে কবির হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় অবহিত করেনি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন