ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে পিয়াস নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর দক্ষিণ গ্রামের রফিকুল ইসলামের ছেলে পিয়াস মিয়া (২৫) সোমবার দুপুরে পাশের বাড়ির শাহাব উদ্দিনের পাকা ঘরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন