শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে মৃত্যুবিহীন আরেকটি দিন, আক্রান্ত ৩১

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৫ পিএম

টানা ৪ দিন পরে দক্ষিণাঞ্চল করোনা সংক্রমণে আরেকটি মৃত্যুবিহীন দিন পেল। তবে শনাক্তের সংখ্যা আগের দিনে ২৭ থেকে শুক্রবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় ৩১ জনে উন্নীত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট ২ লাখ ৭ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৪৪ হাজার ৭৪০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল। গড় শনাক্তের হার আগের দিনের চেয়ে দশমিক ৫ ভাগ হ্রাস পেয়ে শুক্রবার সকালে ছিল ২১.৫৯%। আর এসময় পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬ জেলায় সর্বমোট মৃত্যুর সংখ্যা ৬৭৬ জনেই স্থির রয়েছে। শনাক্তের তুলনায় গড় মৃত্যুহার ১.৫১%। গত ১২ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে কোন মৃত্যু ছিলনা। কিন্তু ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত করেনা মহামারীতে ৮ জন মারা গেছেন বিভিন্ন জেলায়।

অপরদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় এ অঞ্চলে ৮০ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৭৭৮ জন। ফলে গড় সুস্থতার হার এখন ৯৩.৩৮%।

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে মহানগরীতে ৪ জন সহ বরিশাল জেলায়ই আক্রান্তের সংখ্যা ১২। এনিয়ে মহানগরীতে ১০ হাজার ৩৬৬ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৫৬। মহানগরীতে ১০১ জন সহ এ জেলায় ইতোমধ্যে মৃত্যু হয়েছে ২২৯ জনের। এসময়ে ভোলায় নতুনকরে ৭ জন আক্রান্তের ফলে জেলাটিতে মোট সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৭৬৫ জনে। মৃত্যু হয়েছে ৯১ জনের। এখনো সমগ্র দক্ষিণাঞ্চলের মধ্যে বরিশাল ও ভোলাতে করোনা সংক্রমন তুলনামূলক ভাবে বেশী।

দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতে নতুন করের সংক্রমন বেড়েছে। জেলাটিতে গত ২৪ ঘন্টায় আরো ৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে ৩ হাজার ৮২৮ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭ জনের। জেলাটিতে এখনো গড় মৃত্যুহার ২.৫৩%। এসময়ে পিরোজপুরে ৩জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৩৬ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে মারা গেছেন ৮৩ জন। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতেও নতুনকরে দুজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে জেলাটিতে ইতোমধ্যে ৬ হাজার ১৬৩ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১০৭ জনের।

আর দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমনের ঝালকাঠীতে ১জন সহ মোট সংক্রমনের সংখ্যা ৪ হাজার ৫৯২ জনে উন্নীত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৯ জনের। জেলাটিতে এখনো গড় সংক্রমন হার ২৫.৮৫%।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন