বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লকডাউন বিরোধী সমাবেশ

শ’ শ’ মানুষকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

: আন্দোলনকারীরা পুলিশ কর্মকর্তাদের রাস্তায় ফেলে মারধর করেছে। টেলিভিশন ফুটেজেও এসব মারধরের ভিডিও দেখা গেছে। ক্রমাগত লকডাউনে বীতশ্রদ্ধ হয়ে রাস্তায় নেমে বিরোধিতা শুরু করেছে অস্ট্রেলিয়ার জনগণ। লকডাউন বিরোধী সমাবেশ থেকে শত শত মানুষকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। শুধু মেলবোর্ন থেকেই গ্রেফতার করা হয়েছে ২৩৫ জনকে। এছাড়া সিডনিসহ দেশটির বড় শহরগুলো থেকেও লকডাউনের বিরুদ্ধে ক্ষোভ জানাতে দেখা গিয়েছে বহু মানুষকে। সিডনিতে গ্রেফতার হয়েছেন ৩২ জন। আন্দোলন থামাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। ভিক্টোরিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, তাদের অন্তত ৬ পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শনিবার দেশের প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা পুলিশ কর্মকর্তাদের রাস্তায় ফেলে মারধর করেছে। টেলিভিশন ফুটেজেও এসব মারধরের ভিডিও দেখা গেছে। পুলিশের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ৭০০ আন্দোলনকারী জড়ো হয়েছিলেন মেলবোর্নের বিভিন্ন অংশে। তাদের ছত্রভঙ্গ করে দিতে গোলমরিচের গুঁড়ো স্প্রে করেছে পুলিশ। এছাড়া শহরের বিভিন্ন অংশে চেক পয়েন্ট বসিয়ে ও ব্যারিকেড দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করা হয়। বাতিল করা হয় গণ পরিবহণ ও রাইড শেয়ারিংও। ভিক্টোরিয়া পুলিশের কমান্ডার মার্ক গ্যালিয়ট বলেন, ‘আজকে যেসব আন্দোলনকারীরা এসেছিলেন তারা আন্দোলনের অধিকার চর্চা করতে আসেননি। তারা এসেছিলেন শুধুমাত্র পুলিশের ওপর আক্রমণ করতে।’ এবিসি নিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন