শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এমি’র এবারের আসরে পুরস্কার জিতল যারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৩:০১ পিএম

টেলিভিশন বা ওয়েব সিরিজের শ্রেষ্ঠকে বেছে নেওয়ার জন্য দেওয়া হয় এমি অ্যাওয়ার্ডস। রবিবার রাতে লস অ্যাঞ্জেলেসে বসেছিল প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডের এবারের আসর। গতবছর ভার্চুয়াল আয়োজন করা হলেও এবছর তারকারা সশরীরে অংশ নিয়েছেন অনুষ্ঠানে। ৭৩তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস দেখা গেছে সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সেডরিক দ্য এন্টারটেইনার।

এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে ব্রিটিশ রাজপরিবারের কাহিনী নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’। ‘দ্য ক্রাউন’ পেয়েছিল ১১টি মনোনয়ন, জিতে নিয়েছে ৭টি পুরস্কার। অন্যদিকে অ্যাপল টিভি প্লাসের শো ‘টেড লাস্যো’ ১৩টি মনোনয়ন পেয়ে এগিয়ে থাকলেও পুরস্কার পেয়েছে মাত্র চারটি। এছাড়া এবারের এমিতে ‘মেয়ার অফ ইস্টটাউন’ ভূয়সী প্রশংসা পেয়েছে। এই ক্রাইম ড্রামা মিনি সিরিজে কেট উইন্সলেটের অনবদ্য অভিনয় তাকে মিনি সিরিজের সেরা অভিনেত্রী বিভাগের পুরস্কার এনে দেয়।

এমি অ্যাওয়ার্ড ২০২১- এ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

সেরা ড্রামা সিরিজ – দ্য ক্রাউন
সেরা কমিডি সিরিজ – টেড লাসো
সেরা মিনি সিরিজ – দ্য কুইন্স গ্যাম্বিট
সেরা টক শো - লাস্ট উইক টুনাইট উইদ জন অলিভার

সেরা অভিনেতা (কমেডি) – জেসন সুদেকিস, টেড লাসো
সেরা অভিনেত্রী (কমেডি) – জিন স্মার্ট, হ্যাকস
সেরা অভিনেত্রী (ড্রামা) – অলিভিয়া কলম্যান, দ্য ক্রাউন
সেরা অভিনেতা (ড্রামা) – জোশ ও’কনর, দ্য ক্রাউন
সেরা অভিনেতা (সিনেমা) - ইভান ম্যাকগ্রেগর, হ্যালস্টন
সেরা অভিনেত্রী (সিনেমা) - কেট উইন্সলেট, মের অব ইস্ট টাউন

সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (ড্রামা) – গিলিয়ান অ্যান্ডারসন, দ্য ক্রাউন
সেরা সাপোর্টিং অ্যাক্টর (ড্রামা) – টোবিয়াস মেনজিস, দ্য ক্রাউন
সেরা সাপোর্টিং অ্যাক্টর (কমেডি) – ব্রেট গোল্ডস্টেইন, টেড লাসো
সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (কমেডি) – হান্না ওয়েডিংহাম, টেড লাসো

সেরা অভিনেত্রী (মিনি সিরিজ) – কেট উইন্সলেট, মেয়ার অফ ইস্টটাউন
সেরা অভিনেতা (মিনি সিরিজ) – ইভান ম্যাকগ্রেগর, হ্যালস্টন

সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (মিনি সিরিজ) – জুলিয়ান নিকলসন, মেয়ার অফ ইস্টটাউন
সেরা সাপোর্টিং অ্যাক্টর (মিনি সিরিজ) – ইভান পিটার্স, মেয়ার অফ ইস্টটাউন

সেরা পরিচালক (কমেডি) – লুসিয়া অ্যানিয়েলো, হ্যাকস
সেরা পরিচালক (ড্রামা) – জেসিকা হবস, দ্য ক্রাউন
সেরা পরিচালক (মিনি সিরিজ) – স্কট ফ্র্যাঙ্ক, দ্য কুইন্স গ্যাম্বিট

সেরা লেখক (ড্রামা) - পিটার মরগান, দ্য ক্রাউন
সেরা লেখক (সিনেমা) - মাইকেল কোয়েল, আই মে ডেসট্রয় ইউ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন