জেনিফার হাডসন একই সঙ্গে গায়িকা ও অভিনেত্রী। দুই ক্ষেত্রেই তিনি সমান পারদর্শী, এই দুই মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারগুলো জয় করেছেন। তার গানের ধারা আরঅ্যান্ডবি এবং সোল। ‘রেসপেক্ট’ ফিল্মে তিনি আরঅ্যান্ডবি এবং সোল কিংবদন্তী অ্যারিথা ফ্র্যাঙ্কলিনের ভূমিকায় অভিনয় করেছেন। একই ধারায় গান বলে ধারণা করা যায় এই চরিত্রটি হাডসনের জন্য সহজ হবে। কিন্তু জানিয়েছেন তার জন্য এটি ছিল সবচেয়ে ভীতিকর। হাডসন বলেন, ‘মানে একেবারে সম্রাজ্ঞী অ্যারিথা ফ্র্যাঙ্কলিনের ভূমিকায় অভিনয় ছিল এযাবৎ সবচেয়ে ভীতিকর কাজ। অবশ্যই তাকে অনুকরণ করা সম্ভব নয়। আমাকে সহ সারা দুনিয়ায় তার অবস্থান সম্পর্কে আমি জানি। মনে এমন শ্রদ্ধা থাকলে কাজটি সহজ হয় না, আমি অবশ্য হাল্কাভাবে নিইনি।’ তিনি যুক্তরাজ্যের একটি দৈনিককে আরও বলেন, ‘তার ক্যারিয়ারের অনেক বিষয় আমার সঙ্গে মিলে যায়।’ অ্যারিথা ফ্র্যাঙ্কলিন ২০১৮তে ৭৬ বছর বয়সে মারা যান। হাডসন বলেন, ‘তিনি দেখিয়ে গেছেন এই মাধ্যমে অনেক কিছু বদলে দেয়া সম্ভব। আমাদের সেটি দায়িত্ব। আমি জানি তিনি আমাকে অনুপ্রাণিত করেছে।’ অ্যারিথা ফ্র্যাঙ্কলিন আমরণ মানবাধিকারের পক্ষে লড়ে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন