ভারতের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘বাকসা ব্রাত্য নাট্যজন’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল অনলাইন ড্রামা ফেস্টিভ্যাল ২০২১’-এ প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় (ভারত সময় সন্ধ্যা সাতটা) বাকসা ব্রাত্য নাট্যজনের ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার হবে ‘হেলেন কেলার’ প্রযোজনাটি। বাকসা ব্রাত্য নাট্যজন অয়োজিত ২৩-২৬ সেপ্টেম্বর পর্যন্ত মঞ্চে ‘চতুর্থ অন্তরঙ্গ নাট্যমেলা ২০২১’-এর অংশ হিসেবে দু’দিনব্যাপী এ অনলাইন উৎসবে আরও থাকছে পাকিস্তানের মাস থিয়েটারের ‘ইয়ে থা মান্টো’। ‘বিশ্বের বিস্ময়’ মহিয়সী নারী হেলেন কেলার-এর জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন