বিনোদন ডেস্ক : বহু বছর নাটকে অভিনয় করছেন গোলাম ফরিদা ছন্দা। তবে চলচ্চিত্রে কখনো কাজ করা হয়নি তার। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছন্দা। শাহরিয়ার নাজিম জয়ের কাহিনী ও নির্দেশনায় ‘অর্পিতা’ নামে একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করবেন। এর নাম ভ‚মিকায় অভিনয় করবেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহে চলচ্চিত্রটির শুটিং হবে বলে জানান ছন্দা। ছন্দা বলেন, ‘অর্পিতা চলচ্চিত্রটি আসলে এক নারীর জীবন যুদ্ধের গল্প। গল্পটা যেমন অসাধারণ ঠিক তেমনি আমার চরিত্রটিও ভালোলাগার মতোই। আমার ভীষণ ভালো লাগছে যে অবশেষে একটি মনের মতো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি।’ শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘চলচ্চিত্রটির নাম ভ‚মিকায় অভিনয় করছেন ছন্দা। গল্পের প্রয়োজনেই তাকে নেয়া এবং আমি খুব আশাবাদী ছন্দা খুব ভালোভাবেই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন।’ এদিকে নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন ছন্দা। বাংলাদেশ টেলিভিশনের ‘চিত্র-বিচিত্র’, এটিএন বাংলার ‘রূপালী প্রান্তর’, বাংলাভিশনের ‘লড়াই’, ‘মিলার বারান্দা’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। প্রতিটি ধারাবাহিকেই ছন্দা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়া শিগগিরই শুরু হবে ছন্দা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ছায়াসঙ্গী’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন