শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর ছোট বোনের ইন্তেকাল

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর মরহুম শায়খুল হাদীস ও শিক্ষাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)এর ছোট বোন এবং জামিয়ার উচ্চতর আরবি সাহিত্য বিভাগের যিম্মাদার হযরত মাওলানা আনোয়ার শাহ আযহারী-এর আম্মাজান মোছা. মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। গতকাল বেলা ১১টা পনেরো মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মরহুমা আল্লামা বাবুনগরী (রহ.)এর স্নেহধন্য ছোট বোন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ইন্তিকালের সময় তার বয়স হয়েছিলো ৫৮ বছর। মরহুমা চার পুত্র ও তিন কন্যা সন্তানের জননী ছিলেন। কন্যারা সকলে কুরআনের হাফেজা এবং দুই পুত্রও হাফেজে কুরআন। মরহুমা মুর্শিদে আজম মাওলানা আবদুল মজিদ শাহ সাহেব (রহ.) এর সুযোগ্য সন্তান আলেম মাওলানা যাকারিয়া (রহ.)এর সহধর্মিণী ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন