বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

১৪ বছর পর মঞ্চে ফিরে নিরাশ ফিল কলিন্স

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

প্রগ্রেসিভ-রক ব্যান্ড জেনেসিসের সঙ্গে শেষ পারফর্মেন্সের ১৪ বছর পর ‘দ্য লাস্ট ডমিনো’ ট্যুরে মঞ্চে ফিরেছেন গায়ক-ড্রামার ফিল কলিন্স। তবে, তিনি অনুভব করেন বর্তমান শারীরিক অবস্থায় তার পারফর্মেন্সের সামর্থ্য পড়ে গেছে। ‘এই হাতে ড্রামস্টিক ধরা আমার জন্য কঠিন হয়ে পড়েছে,’ বিবিসির সঙ্গে সাক্ষাতকারে কলিন্স বলেন। ২০০৭ সালে মেরুরজ্জুতে আঘাত পাবার পর ড্রামস বাজান কঠিন হয়ে পড়েছে তার জন্য আর গাইতেও হয় বসেবসে। ‘আমার একরকম শারীরিক অক্ষমতায় ভুগছি, এটি হতাশাব্যঞ্জক, কারণ আমি আমার ছেলের সঙ্গে পারফর্ম করতে চাইছি,’ তিনি বলেন । ২০১৮ সালে এই কিংবদন্তীতুল্য গায়ক জানিয়েছিলেন, জেনেসিসের সঙ্গে ট্যুর সম্ভব শুধু যদি তার ছেলে নিক ড্রামারের আসনে বসে। ৭০ বছর বয়সী গায়ক-ড্রামার তার ব্যান্ড-সঙ্গী টোনি ব্যাঙ্কস আর মাইক রাদারফোর্ডের সঙ্গে ঘোষণা দিয়েছিলেন তারা আবার ট্যুরে ফিরতে আগ্রহী। প্যানডেমিকের কারণে তা বাতিল করা হয়। আশা করা হচ্ছে এই বছর শীতে তারা সফর শুরু করবেন। কলিন্স জেনেসিস ব্যান্ডের সদস্য এবং একক পারফর্মেন্সের জন্য খ্যাত। জেনেসিসের সঙ্গে ৫০ বছর আর সোলো ক্যারিয়ারে তিনি ‘ইন দি এয়ার টুনাইট’, ‘আই ডোন্ট কেয়ার এনিমোর’, এগেইন্স্ট অল অডস (টেক আ লুক অ্যাট মি নাউ’, ওয়ান মোর নাইট’, ‘সুসসুডিও’, ‘টেক মি হোম’ গানগুলো গেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন