শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুলাউড়ায় ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

কুলাউড়া(মৌলভীবাজার)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪০ পিএম

ঐক্য,সুরক্ষা,সমন্বয় এই স্লোগানকে সামনে নিয়ে কুলাউড়া বাজারের ভাড়াটিয়া দোকানদারদের অধিকার ভিত্তিক সংগঠন ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

ভিটা মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সমন্বয় সাধন এবং ভাড়া ভিটায় দোকানদারদের অধিকার সুরক্ষার লক্ষ্যে (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় বিছরাকান্দিস্থ অস্থায়ী কার্যালয়ে ব্যবসার সঙ্গে জড়িতদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,শ্রীমা স্টোরের সত্ত্বাধিকারী বিশ্বজিৎ দাস,সাবেক দপ্তর সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম বকুল,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মদরিছ আলী,মোঃ রুহুল আমিন,আব্দুস শাকুর শুকুর,শরীফুল ইসলাম তমু,জায়েদ আহমদ,সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি, হযরত শাহ্ সর্দার ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর পরিচালক মোঃ নাজমুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক,ব্যবসায়ী খল্যাণ সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, হযরত শাহ্ সর্দার ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর পরিচালক মেহেদী হাছান খালিক, সাবেক ওয়ার্ড সদস্য আপন টেলিকমের সত্ত¡াধিকারী হাফিজুর রহমান লিটু, ঠিকানা ডিপার্টমেন্টালের সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম সোহেল, প্রমিজ স্টীল হাউজের সত্ত¡াধিকারী ইকবাল হোসেন সুমন,বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন,ফারুক আহমদ,তোফাজ্জল খান রকি প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে প্রাথমিক ভাবে মইনুল ইসলাম শামীম-কে চেয়ারম্যান, মইনুল হক বকুল-কে জেনারেল সেক্রেটারি ও মোঃ নাজমুল ইসলাম-কে ট্রেজারার নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, আগামী ১৫ দিনের ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন