বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ওয়ার্নার ব্রাদার্স ছেড়ে ইউনিভার্সালে যোগ দিলেন ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

হলিউডের প্রথম সারির পরিচালক ক্রিস্টোফার নোলান দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার আসন্ন ফিল্মের জন্য তার দীর্ঘদিনের ঘাঁটি ওয়ার্নার ব্রাদার্স ছেড়ে ইউনিভার্সালে যোগ দিয়েছেন। ‘ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’ এবং ‘ডানকার্ক’-এর মত ফিল্মগুলো তিনি ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারেই নির্মাণ করেছেন। গত বছর একইভাবে তার ‘টেনেট’ মুক্তি পায়, তবে থিয়েটারে। ওয়ার্নার ব্রাদার্স গত বছর ঘোষণা দেয় থিয়েটারের সঙ্গে এইচবিও ম্যাক্সে তাদের ফিল্ম মুক্তি পাবে। এর সঙ্গেই দ্বিমত নোলানের। তার মনে এইচবিও ম্যাক্স নিকৃষ্ট স্ট্রিমিং সার্ভিস। নোলান সম্প্রতি ঘোষণা দেন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার ও মার্কিন পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করবেন। তিনি সেই থেকে বড় স্টুডিওগুলোর দুয়ারে ধর্না দিতে শুরু করেন। এমজিএম আর সোনিকে হারিয়ে এই ফিল্মটি গ্রহণ করে ইউনিভার্সাল। তবে স্ট্রিমিংয়ের সুযোগ একেবারে বাদ দেয়া হয়নি। আগামী বছর ফিল্মটির নির্মাণ শুরু হবে। নোলানের প্রধান শর্ত থিয়েটারে মুক্তি অগ্রাধিকার পাবে। এই তিন স্টুডিওর নিজস্ব স্ট্রিমিং সার্ভিস নেই। নোলানের ফিল্মগুলো সর্বমোট ৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ৩৬টি অস্কার মনোনয়ন পেয়ে তিনি ১১বার জয়ী হয়েছেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন