ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান মিউজিক ডিরেক্টর হিসেবে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন। এবার প্রথমবার তার কথা ও সুরে গাইলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘আমি শুধু চাই চাই তোমাকে’ শিরোনামের গানটিতে আসিফ অসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা আফরোজী। আসিফ আকবর বলেন, মুহিন গায়ক হিসেবে দুর্দান্ত। ইদানিং মিউজিক ডিরেক্টর হিসেবেও ভালো করছেন। এ গানটি তার মধ্যে একটি। আর মৌমিতার কণ্ঠও আমার ভালো লেগেছে। খুবই মিষ্টি কণ্ঠ। আশা করছি, চমৎকার একটি গান হবে। মুহিন খান বলেন, আসিফ ভাই আমার প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। আমার কথা-সুরে তার কণ্ঠ পেয়ে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে মৌমিতার মিষ্টি কণ্ঠ যোগ হয়েছে গানটিতে। সফট-মেলোডি ধারার গানটি শ্রোতাদের ভালো লাগলে উদ্যোগ সার্থক হবে। মৌমিতা বলেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আসিফ আকবর অনেক বড় মাপের শিল্পী। আমার মতো নবীন গায়িকার সঙ্গে গাওয়ার ব্যাপারে তার সম্মতি এবং সহযোগিতা আমার অণুপ্রেরণা হিসেবে কাজ করবে। মুহিন ভাইয়ের চমৎকার সুরের এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি। মুহিন জানান, ভিডিওচিত্র ধারণ শেষে শিগগিরই গানটি প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন