বিনোদন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবী ও বেলাল খানের সিঙ্গেলস গানের অ্যালবাম ‘অনুভবে’। প্রকাশিত হয়েছে সুরঞ্জলির ব্যনারে। অনুভবে শিরোনামে গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে। গান নিয়ে ফাহমিদা নবী বলেন, গানটি কথা ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। আশা করি, গানটি সকলের ভাল লাগবে। বেলাল খান বলেন, মেলোডি ধাঁচের গানটি সকলের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। সুর ও সংগীত পরিচালক জে কে অনেক সময় নিয়ে গানটি তৈরি করেছি সকলের ভাল লাগলে পরিশ্রম স্বার্থক হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন