শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এশিয়ান টিভিতে নতুন ধারাবাহিক থার্ড জেনারেশন

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তিন প্রজন্মের তিনজন মানুষের তিন রকমের জীবন ভাবনা নিয়েই তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক থার্ড জেনারেশন। যার সংক্ষিপ্ত নাম ‘থ্রিজি’। গোলাম রাব্বানীর রচনা ও জয়ন্ত রোজারিওর পরিচালনায় নাটকটির প্রধান তিন চরিত্র গিয়াস, গণি ও গাউস চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে সৈয়দ হাসান ইমাম, মাহমুদুল ইসলাম মিঠু ও অ্যালেন শুভ্র। এ ছাড়াও আছেন ফারুক আহমেদ, মনিরা মিঠু টয়া, সাফা কবির, মুসাফির সৈয়দ বাচ্চু, তৌসিফ মাহবুব, জয়নাল জ্যাক, আনন্দ, সোমা, মুনিয়া প্রমুখ। গোলাম রাব্বানী বলেন, ‘ভাবছিলাম কি করা যায়? কীভাবে আলাদা হওয়া যায়, গল্পটাই বা কী হবে? গল্পের চরিত্রের অবয়ব, তাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, কথা বলার ভঙি, অর্থনৈতিক অবস্থান, বাসস্থান, এসব নানা কিছুর প্রশ্ন খুঁজতে খুঁজতে সাজিয়েছি থার্ড জেনারেশনের গল্প। তিন প্রজন্মের মানসিক দ্ব›দ্বকেই প্রাধান্য দেয়া হয়েছে এতে। নাটকটি তৈরি হয়েছে টম ক্রিয়েশন্সের প্রযোজনায়। এশিয়ান টিভিতে এটি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন