বিনোদন ডেস্ক : নবাগত নায়িকা প্রীটি জান্নাত-এর প্রথম সিনেমা সেন্সরছাড়পত্র পেয়েছে। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত সিনেমাটির নাম ‘মনছুয়েছি তোর’। সিনেমাটিতে প্রীটি জান্নতের বিপরীতে অভিনয় করেছেন নাবাগত নায়ক অবাক। প্রীটি জান্নাত বলেন, ‘ক্যারিয়ারের প্রথম সিনেমা আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ায় আমি খুবই খুশি। আশা করি, দর্শক সিনেমাটি উপভোগ করবেন। আগামী ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন