বিনোদন ডেস্ক : সম্প্রতি গুলশান নিকেতনে রয়েল হোস্ট হলিডেজ লি. নামে একটি টুরস এন্ড ট্র্যাভেল এজেন্সীর উদ্বোধন করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাকেব অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং অভিনেত্রী মেহজাবিন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দীপু সেকান্দার, পরিচালক নাসির উদ্দিন, মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক দীপু সেকান্দার বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের সহযোগী হয়ে দেশের প্রতিটি মানুষকে বিশ্বকে দেখানোর চেষ্টা থাকবে এই প্রতিষ্ঠানের। আমাদের রয়েছে পর্যটন অভিজ্ঞতা। এই ভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ দেশকে বিশ্ব দরবারে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে নিয়ত কাজ করে যাব। আশরাফুল বলেন, তাদের পথচলা সুন্দর হোক, কমিটমেন্ট ঠিক রেখে কাজ করে যাক সেই কামনাই করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন