নগরীর আগ্রাবাদে নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে যান ওই ছাত্রী। রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়িতে। বাবা মোহাম্মদ আলী প্রবাসী। তবে বর্তমানে দেশে আছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সেহেরীন সবার বড়। মামার সঙ্গে আগ্রাবাদ শাহজালাল চশমা মার্কেটে চশমা কিনতে এসেছিলেন সেহেরীন। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় অসতর্কতাবশত নালায় পড়ে যান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান,সন্ধ্যায় বৃষ্টির পর নালায় পানি জমে আছে। ময়লা-আবর্জনাও আছে। নালার পাশে কোনো রিটেইনিং ওয়াল নেই। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালা বুঝতে না পেরে সম্ভবত পড়ে যান। ফায়ার সার্ভিসের টিম স্ক্যাভেটর দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেহেরীনের সঙ্গে মামা জাকির হোসেন ছিলেন। তিনি যখন নালায় পড়ে যান, জাকির বাঁচাতে নালায় ঝাঁপ দেন। তবে প্রবল স্রোতে ড্রেনের মধ্যে তলিয়ে যান সেহেরীন।
এর আগে, গত ২৫ আগস্ট বৃষ্টির মধ্যে নগরীর মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ নামে এক সবজি বিক্রেতা। গত এক মাসেও তার খোঁজ পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন