শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে বসতবাড়িতে ডাকাতি, গৃহ কর্তা জখম

৩ ভরি স্বর্নালংকার ও নগদ প্রায় এক লক্ষ টাকা লুট

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৭ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার দঃ চাড়াখালী ইঙ্গুলউদ্দিন গুদিকাটার বিপরীতে মৃত নান্নু মোল্লার বসতঘরে আজ ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক পৌনে দুইটায় ডাকাতির ঘটনা ঘটেছে৷ এ সময় ঘরে থাকা আনুমানিক ৮৫ হাজার নগদ অর্থ ও স্বর্নের ৬ টি আংটি, কানের তিন জোড়া রিং (যার আনুমানিক ওজন)৩ ভরি স্বর্নালংকার,মোবাইল সহ মালামাল নিয়ে যায়৷ রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ মৃত নান্নু মোল্রার স্ত্রী নিরু বেগম জানায়,আজ রাত আনুমানিক পৌনে ২টা আমার বসতবাড়ির পিছনের দরজা ভেঙ্গে ৫ জন পুরুষ মুখ আটকানো দেশীয় অস্ত্র নিযে ঘরে প্রবেশ করে আমারপুত্র আলমগীরকে মারধর করে ফুলা জখম ও আমাকে রামদা দিয়ে পিটান দেয় ও ২পুত্র বধু সহ ৪ জনকে বেধেঁ রাখে,ঘরে তিনটি শিশুকে ঘরের কক্ষে আটকে রাখে,এ সময় আমার ও আমার পুত্র বধুদের হাতে পরিহিত ৬ টি আংটি ও কানে থাকা তিন জোড়া রিং ও বিভিন্ন২টি স্টিল আলমিরা ভেঙ্গে নগদ আনুমানিক ৮৫ হাজার টাকা সহ একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।অন্যান্য মোবাইল গুলো পানিতে ডুবিয়ে দেয়।নিরু আরও বলেন- ৪পুত্র, এক কন্যা তার। পুত্র আলম মোল্লা কুয়েত প্রবাসী, ২ ছেলে ঢাকায় বেসরকারি চাকুরি করে,আলমগীর ছেলে বাড়িতে থাকে, একান্নবর্তী পরিবার,ডাকাত ঘরে ভিতরে ৫ জন দেখেছি,বাহিরে ও ৪ /৫ জনের উপস্হিতি টের পেয়েছেন বলে জানান নিরু বেগম।পুত্র আলমগীর জানান-পুলিশ আসার আগেই ডাকাতরা চলে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।রাজাপুর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মোঃ খোকন বলেন- একটি দস্যুতার ঘটনা ঘটেছে,ওসি স্যার,ওসি তদন্ত স্যার সহ পুলিশ অফিসার ঘটনাস্হলে গিয়েছিল।
এলাকাবাসীর ধারনা ডাকাতরা জামিনে মুক্তি পাবার পর থেকে ডাকাতি ঘটনা শোনা যাচ্ছে।রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনা সন্দেহে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন