মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

১. শাঙ-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস
২. ক্রাই মাচো
৩. ফ্রি গাই
৪. ক্যান্ডিম্যান
৫. জাঙ্গল ক্রুজ

ক্রাই মাচো
ক্লিন্ট ইস্টউড পরিচালিত নিও ওয়েস্টার্ন-ড্রামা ‘ক্রাই মাচো’। ‘চেঞ্জলিং’ (২০০৮), ‘গ্র্যান টোরিনো’ (২০০৮), ‘ইনভিক্টাস’ (২০০৯), ‘জে. এডগার’(২০১১), ‘অ্যামেরিকান স্নাইপার’ (২০১৪), ‘জার্সি বয়েজ’ (২০১৪), ‘সালি’ (২০১৬), ‘দ্য মিউল’ (২০১৮) ইস্টউড পরিচালিত ফিল্ম।
মাইক মাইলো (ক্লিন্ট ইস্টউড) একসময় রোডিও তারকা ছিল, এছাড়া ঘোড়া খামারের দক্ষ কর্মী ছিল সে। এক দুর্ঘটনার পর সে ঘোড়া প্রজননের কাজটি ছেড়ে দেয় সে। ঘোড়ার খামারে তার বস হাওয়ার্ড পোল্ক (ডুইট ইয়োকাম) তাকে একটি কাজ দেয়। কাজটি আসলে হাওয়ার্ডের ছেলে রাফায়েলকে (এদুয়ার্দো মিনেট) তার মায়ের কাছ থেকে বুঝিয়ে আমেরিকায় নিয়ে আসা। তাকে জানান হয় ছেলেটির মা মদে আসক্ত আর ছেলে অপরাধে জড়িয়ে পড়েছে। কথা মত মাইক রাফায়েলকে মেক্সিকো থেকে তার গাড়িতে উঠিয়ে নেয়। পথে দুজনের মধ্যে এক অসম বন্ধুত্ব সৃষ্টি হয়। ছেলেটিকে সে শেখানোর চেষ্টা করে ভালমানুষ হওয়া যায় কী করে, আর মাইকও ছেলেটির কাছ থেকে জীবনের কিছু শিক্ষা পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন