শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পদাতিক নাট্য সংসদের অটিজম সচেতনতামূলক নাটক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটে তালিকাভুক্ত প্রথম সারির একটি সংগঠন। ১৯৭৮ সাল থেকে পদাতিক সংস্কৃতির সকল শাখায় পদচারনার মাধ্যমে দীর্ঘ ৪৩ বছর ধরে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার-নাটক হোক জীবনের প্রকাশিত সত্য-এই চেতনা নিয়ে পদাতিক নাট্যসংসদ নাটক এবং জীবনের সংযোজনকে অপ্রিয় সত্যের মানদন্ডে সুপ্রতিষ্ঠিত করার লক্ষে কর্মযজ্ঞ নিয়ে এগিয়ে যাচ্ছে। সামাজিক দ্বায়বদ্ধতা থেকে পদাতিক সমাজের অবক্ষয়, অসামঞ্জস্য, বৈষম্যসহ নানা সামাজিক সমস্যা নিয়ে নাটক এবং সংস্কৃতির সকল শাখার মাধমে গণসচেতনতা তৈরী এবং সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় ‘অটিজম’ সম্পর্কে সামাজিক গণসচেতনতাগড়ে তোলার লক্ষ্যে পদাতিক নাট্যসংসদ-বাংলাদেশ নিয়ে আসছে দলের ৩৩তম প্রযোজনা মঞ্চ নাট ‘প্রেরণা’। বাংলাদেশে এ ধরনের উদ্যোগএই প্রথম। দেশে অটিজমে আক্রান্ত প্রায় ৭ লাখ, যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য দলটি কাজ করে যাচ্ছে। দলটি ‘প্রেরণা’ নাটকটি বাংলাদেশে এবং দেশের বাইরে আগামী ২ বছরে রোড শো করার উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২ অক্টোবর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সন্ধ্যা ৬ টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে নাটকের প্রথস মঞ্চায়নের মাধ্যমে এর শুভ সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন