কবিতা কৌশিককে টিভি দর্শকরা সাব টিভির ‘এফআইআর.’ সিরিজের ইনস্পেক্টর চন্দ্রমুখী চৌতালা হিসেবেই চেনে। ভারতীয় টিভির সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের অন্যতম তিনি। অভিনয়ের জন্যও তিনি প্রশংসিত। সম্প্রতি তার প্রেমিক নওয়াব শাহের সঙ্গে ছাড়াছাড়ির জন্য তিনি সংবাদে এসেছিলেন।
এখন মনে হচ্ছে আবার তার জীবনে প্রেম এসেছে।
সোশ্যাল মিডিয়াতে কবিতা এক রহস্যমানবের সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছেন। স্বাভাবিকভাবেই তিনি এই মানুষটির চেহারার ছবি ফ্রেমের বাইরে রেখেছেন। সম্ভবত এটিই তার নতুন প্রেমিক।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন : “আজ কাল তোমার আর আমার প্রেমের অনুশীলন... ।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন