বিনোদন ডেস্ক : পর্দায় গতানুগতিক উপস্থিতিকে পরিবর্তন করে এবার নতুন রূপে হাজির হচ্ছেন চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। আশিকুর রহমান পরিচালিত অপারেশন অগ্নিপথ সিনেমায় তাকে নতুন গেটআপে দেখা যাবে। এ সিনেমায় চরিত্রের প্রয়োজনে মিশা মাথার চুল ফেলে টাক হয়েছেন। মিশা বলেন, সিনেমাটিতে আমি এক ভয়ংকর মানুষের চরিত্রে অভিনয় করেছি। এজন্য নতুন গেটআফ নিতে হয়েছে। বাড়তি কিছু প্রস্তুতিও নিয়েছি, যা পর্দায় দেখলে দর্শক বুঝতে পারবেন। সিনেমাটিতে মিশা ছাড়াও অভিনয় করছেন শাকিব, শিবা আলী, টাইগার রবি প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন