শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কানাডায় কনসার্টে শাহনাজ বেলী

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : লোকগানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহনাজ বেলী কনসার্ট করতে কানাডা গিয়েছেন। দশদিনের সফরে তিনি কানাডার বেশকিছু স্টেজে সঙ্গীত পরিবেশন করবেন। শাহনাজ বেলী জানান, দেশের বাইরে গান গাওয়ার মজাই আলাদা। প্রবাসীরা বাংলা গান খুবই ভালোবাসেন। বিশেষ করে আমাদের লোকগানগুলো তারা প্রাণভরে উপভোগ করেন। তিনি বলেন, কানাডায় দশদিনে বেশ কয়েকটি কনসার্ট করব। তারপর দেশে ফিরে অ্যালবামের কাজ শুরু করব। ইতোমধ্যে নতুন একক অ্যালবামের কাজ গুছিয়ে এনেছি। রাধা রমনের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সুর সঙ্গীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ ও আজাদ মিন্টু। অচিরেই অডিও প্রকাশকের সাথে বনিবনা হলে নতুন অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানান তিনি। এছাড়া লালনের গানেরও অ্যালবামের কাজ শেষ করেছেন। অডিও, কনসার্ট এর পাশাপাশি জিঙ্গেলেও নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি। নতুন দুটি জিঙ্গেল গেয়েছেন শাহনাজ বেলী। এলিন চানাচুর ও এলিন বিস্কুটের জিঙ্গেল দুটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। প্লেব্যাকেও কথা চলছে। সর্বশেষ কবির বকুলের লেখা একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তবে বেলী স্টেজে গান গাইতে ভালোবাসেন। শাহনাজ বেলী বলেন, ঈদুল আজহার চতুর্থ দিন সিলেটে হাওর এলাকায় একটি স্টেজ অনুষ্ঠানে গান করেছি। নদীর মাঝখানে তৈরি করা স্টেজে গান গেয়েছি। হাজার হাজার দর্শক নৌকার উপর বসে, দাঁড়িয়ে থেকে দীর্ঘ ৫ ঘণ্টা আমার গান শুনেছেন, গানের সঙ্গে নাচানাচি করেছেন। এই অনুষ্ঠানটি আমার জীবনে সবচেয়ে স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন