শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় বিকাশের হ্যাকার চক্রের সদস্য গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৫:০৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রবাসির স্ত্রীর বিকাশ একাউন্ট হ্যাক করে টাকা আত্মসাতের মামলায় উত্তম কুমার হালদার (৩৫) নামের এক হ্যাকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলা গুদিঘাটা ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তম কুমার উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারীকাঠি গ্রামের অতুল চন্দ্র হালদারের পুত্র।
গত ৩০ সেপ্টেম্বর মোমেনা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর মোবাইল বিকাশ হ্যাক করে একাউন্টে থাকা ৬৪ হাজার ৯ শত ৭৯ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ৪ অক্টোবর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।
মঠবাড়িয়া থানার ওর্সি মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও মোবাইলের সিডিআর পর্যালোচনায় উত্তম কুমার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। সে হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার সাকলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Muhammad Zaedul Ahsan ৫ অক্টোবর, ২০২১, ৬:১৪ পিএম says : 0
Sir Amaro Bkash Thaykay Taka Niaysilo Anek Agay Amra Kisu Ki Information Pabo ?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন