শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাসিকের কাউন্সিলর পদে রাসেলের জয়

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন টিফিন ক্যরিয়ার মার্কায় রাসেল জামান। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।

জানা গেছে, ওয়ার্ডের হোসনিগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন। এখানে রাসেল জামান ৯৪৯ ভোট ও ঠেলাগাড়ি প্রতীক পেয়েছে ৮০৯ ভোট। এছাড়া পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে টিফিন ক্যারিয়ার প্রতীক পেয়েছে ১০৯৭ ভোট ও তার নিকটতম ঠেলাগাড়ি প্রতীক পেয়েছে ৫১৯ ভোট। এ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন