ভারতীয় টিভির অভিনেত্রী আদা খানের জীবন এখন সবচেয়ে সুবিধাজনক পর্যায়ে রয়েছে। ক্যারিয়ার খুব অনুক‚লে। তবে একান্ত জীবনে তিনি সঙ্গীহীন আছেন এবং এই অবস্থাটিই উপভোগ করছেন। একবার ছাড়াছাড়ির পর এখন তিনি প্রেম-ভালোবাসার জন্য দরজা বন্ধ রেখেছেন।
“এই মুহূর্তে আমি একা আছি আর প্রেম-ভালোবাসার জন্য দরজা বন্ধ রেখেছি। এর কারণ হলো আজকাল আমি একের পর এক সম্পর্কচ্ছেদ, বিবাহবিচ্ছেদ দেখছি, মনে হচ্ছে কোনো বিশ্বস্ততা অবশিষ্ট নেই। এসব দেখার পর আমি একা থাকাকেই সুবিধাজনক বলে মনে করছি। সম্পর্কে জড়িয়ে দুঃখ পাওয়া আর নিজের জীবন নষ্ট করার চেয়ে একা আর সুখী থাকাই ভালো,” অভিনেত্রীটি বলেন।
বাবা-মায়ের কাছ থেকে ঘর বাঁধার জন্য চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “না, আমার বাবা আমার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। তার জন্য আমার সুখই অগ্রগণ্য।”
আদার সঙ্গে অভিনেতা অঙ্কিত গেরার প্রেম ছিল। আদার অভিযোগ অঙ্কিত তার অজান্তে রুপাল ত্যাগীর সঙ্গে প্রেম করছিলেন। রুপাল ‘সাপনে সুহানে লাড়াকপান কে’ সিরিয়ালে অঙ্কিতের সহশিল্পী ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন