আকাশ নিবির : কয়েক মাস পর শেষ হলো শাকিব খান ও পরীমনি অভিনীত শফিক হাসানের সিনেমা ‘ধূমকেতু’। নায়ককে পাওয়া গেলও নায়িকাকে পাওয়া যায় না, আবার নায়িকার শিডিউল মিললেও দেখা মেলে না নায়কের-এমন এক জটিলতার মধ্য দিয়ে অবশেষে সিনেমাটির শূটিং। কক্সবাজারে টানা পাঁচ দিন শূটিং শেষে সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। শাকিব জানান, আসলে ধূমকেতুর শূটিং অনেক আগেই শেষ হয়েছিল। বাকি ছিল গান ও ডাবিং-এর কাজ। মাঝে যৌথ প্রযোজনা ও আরো কয়েকটি ঈদের সিনেমার জন্য জন্য সিনেমাটির শূটিং পিছিয়ে যায়। এখন কিছুটা সময় পাওয়ায় সিনেমাটির শূটিং শেষ করতে পেরেছি। ধূমকেতু একটি বিনোদনমূলক সিনেমা। আশা করছি, দর্শকের ভাল লাগবে। পরীমনি জানান, রক্ত সিনেমাটির শূটিং করতে গিয়ে প্রায় সাত মাসের মত সময় লাগে। ফলে সময় বের করতে পারছিলাম না। তাছাড়া শাকিবের সাথেও সিডিউল মিলছিলো না। ফলে সিনেমাটি শেষ করতে অনেকটা সময় লেগে যায়। তবে এটি একটি ভাল সিনেমা হয়েছে। সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদি। শফিক হাসান জানান, আমাদের এখন মন্দ সময় যাচ্ছে। বাংলাদেশে নিজের খেয়াল খুশি স্বভাবের একজন নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করা যে কতটা কষ্টের, যারা ভুক্তভোগী তারা ভাল করেই জানেন। অনেক সময় নিয়ে শেষ পর্যন্ত যে সিনেমাটি শেষ করতে পেরেছি, এতেই আমি খুশি। এবার ভাল মন্দের বিচার দর্শকরাই করবে। উল্লেখ্য, সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, দিতি, তানহা তাসনিয়া, শিবা, সানু প্রমুখ। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, কনা, ইমরান, খেয়া ও কিশোর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন