বিনোদন ডেস্ক : শতপর্বের মেগাধারাবাহিকের শীর্ষ সঙ্গীতে কণ্ঠ দিলেন তানভীর তারেক ও ঐশি। তানভীর তারেকের কথা-সুর ও সঙ্গীতে নাগরিক টিভির জন্য এই মেগা ধারাবাহিকটির নাম ‘আমি তুমি সে’। এই মোহ মায়া/এই মরিচীকা জীবন/এই ফেলে আসা ঘোর/কে যে আপন/কে বা পর। মঈনুল হোসেন খোকনের পরিচালনায় এই মেগা ধারাবাহিকটিতে দেশের শীর্ষ তারকারা অভিনয় করেছেন। তানভীর তারেক বলেন, ‘যেহেতু শত পর্বের ধারাবাহিক। তাই কাজটি অন্যান্য কাজের তুলনায় খুব কঠিন। নাটকটির এই টাইটেল গান নিয়ে আমরা প্রায় ৬ মাস ধরে পরিকল্পনা করেছি। কারণ এটা দীর্ঘদিনের জন্য চলমান একটি সঙ্গীত। তাই পুরো বিষয়টির সাথে সম্পৃক্ততা রেখেই কাজটি শেষ করেছি। আলাদাভাবে এটি একটি বিষয়ভিত্তিক গানের রূপান্তর হয়েছে। যথারীতি ঐশি খুব ভালো গেয়েছে। গানটির একটি স্টুডিও ভার্সন শিগগিরই রিলিজ দেবো। আশা করছি, সবার কাছে কাজটি ভালো লাগবে।’ নাটকটির প্রথম ২৬ পর্বের শুটিং এরই ভেতরে শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন